আমি তোমার নাম জানিনা
দেখলে চিনি ।
এখন আমি কোথায়
গিয়ে খুঁজবো তোমায়?
খুঁজতে খুঁজতে কোথায় যাবো?
সিরামিকের গাছগাছালি
ইটের ঝাউবনের ভেতর
কোথায় আমিখুঁজবো তোমায়?
কোথায় তোমার সৌম সকাল, শান্ত
দূপুর ?
কোথায় তোমার মুখর বিকেল,
একাকী রাত?
খুঁজবো কোথায়- ঝরা পাতায়
সাজানো ঘাস
সন্ধা বেলায়? কোথায় খুঁজবো?
এই যে আমি খুঁজছি তোমায়- কিন্তু
কেন??
— রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
No comments:
Post a Comment