Friday, 29 January 2016

শান্তিতে ঘুমাতে চাই

আজকের পর থেকে আর আমাকে
রাত জাগতে হবেনা। দীর্ঘ চার
বছরের রাত জাগাকে বিদায়
জানিয়ে আমি সবার কাছ থেকে
ছুটি নিয়ে নিবো। জানি অনেক
কেই আমি missed করবো। কিন্তু আমি
আর পারছিনা..... pacman emoticon
এখন একটু শান্তিতে ঘুমাতে চাই,
প্রতিটা রাত।

ভুল

যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর
পিছনে বেশি সময় ব্যায় করো না।
ভুলের পিছনের কারণগুলোকে
মনের মধ্যে গেঁথে নাও এবং
সামনে তাকাও। ভুল তোমাকে
শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে।
অতীতকে বদলানো যায় না, কিন্তু
ভবিষ্যৎ অনেকাংশেই তোমার
ক্ষমতার মধ্যে।
-হিউ হোয়াইট





**************************************************************************************************



পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো,
কাউকে হাসতে দেখা।
তার চেয়েও ভালো লাগবে,
যদি আমি জানতে পারি,
আমার কারণেই একজনের মুখে
হাসি ফুটে উঠেছে।

সুখ

************★সুখ★*************
সুন্দর চেহারা নয়........একজন সুন্দর মনের......... কলো মানুষ ও আপনার জীবনে সুখ বয়ে আনতে পারে.......। তাই শুধু শুধু ......সুন্দর মানুষের পিছু না দৌড়ে ........একজন ভালো মনের........ কালো মানুষের সঙ্গ নেন ..........।হয়ত জীবনে সুখী হতে পারবেন।.....................................................(হূমায়ূন আহমেদ )