যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর
পিছনে বেশি সময় ব্যায় করো না।
ভুলের পিছনের কারণগুলোকে
মনের মধ্যে গেঁথে নাও এবং
সামনে তাকাও। ভুল তোমাকে
শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে।
অতীতকে বদলানো যায় না, কিন্তু
ভবিষ্যৎ অনেকাংশেই তোমার
ক্ষমতার মধ্যে।
-হিউ হোয়াইট
পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো,
কাউকে হাসতে দেখা।
তার চেয়েও ভালো লাগবে,
যদি আমি জানতে পারি,
আমার কারণেই একজনের মুখে
হাসি ফুটে উঠেছে।
পিছনে বেশি সময় ব্যায় করো না।
ভুলের পিছনের কারণগুলোকে
মনের মধ্যে গেঁথে নাও এবং
সামনে তাকাও। ভুল তোমাকে
শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে।
অতীতকে বদলানো যায় না, কিন্তু
ভবিষ্যৎ অনেকাংশেই তোমার
ক্ষমতার মধ্যে।
-হিউ হোয়াইট
**************************************************************************************************
পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো,
কাউকে হাসতে দেখা।
তার চেয়েও ভালো লাগবে,
যদি আমি জানতে পারি,
আমার কারণেই একজনের মুখে
হাসি ফুটে উঠেছে।
No comments:
Post a Comment