FUN BOX

বল্টু একদিন
রেষ্টুরেন্টে একটি পেপসির
বোতল
সামনে রেখে উদাস
হয়ে বসেছিল.
একটুপর তার এক বন্ধু তার
কাছে এল
এবং পেপসিটা খেয়ে ফেলল.
তারপর
সে বল্টুকে বলল,
কিরে সালা, এত
উদাস কেন???
বল্টু বলল, আজ ভাগ্যটাই
খারাপ
রে দোস্ত.
সকালে gf এর সাথে break
up
হল. এরপর
রাস্তায় গাড়িটা নষ্ট
হয়ে যাওয়াতে অফিসে যেতে দেরী হয় .আর
এজন্য বস
আমাকে চাকরি থেকে আউট
করে দেয়.
এরপর মনের
দুঃখে আত্মহত্যা করার
জন্য
পেপসিতে বিষ মিশালাম
.
.
.
তা ও আবার তুই
খেয়ে ফেললি!!
বেচারার দিনটা আসলেই
খারাপ।।
ha ..ha ..ha ..ha


No comments:

Post a Comment