Saturday, 5 March 2016

Love

একটা কালো মধ্যবিত্ত ছেলের কখনো প্রেম
বা
ভালোবাসা হয় না।
.
যা হয় ভালোলাগা তা ও আবার এক পক্ষ থেকে।
.
যদি ছেলেটার শিক্ষাগত যোগ্যতা বা টাকা
থাকে
তখন হলেও হতে পারে ।
.
একটি কালো ছেলের প্রেম শুধু তামিল ছবি
গুলোতেই দেখা যায় । যা বাস্তবিক নয়।
.
একটা কালো ছেলে যখন তার হ্যান্ডসাম বন্ধুটির
সাথে রাস্তায় হেটে যায় তখন রিকশা করে
যাওয়া
মেয়েটি কালো ছেলেটার বন্ধুটির দিকে
তাকিয়ে
থাকে। তার দিকে ভুলবশত ও তাকায় না।
.
যখন তার কোন বন্ধু প্রেমিকার সাথে মোবাইলে
তার সামনে কথা বলে তখন মুখে সিগেরেট গুঁজে
দিয়ে অন্যমনস্ক হয়ে যায়।
.
এছাড়া ও কালো মধ্যবিত্ত ছেলে গুলো ভয় পায়
তারা বলতে পারে না। কারন তারা নিজের
পরিবারের সম্মান টাকে বেশী গুরুত্ব
দেয়।
.
যখন ফেসবুকে ক্রাশ খাওয়া মেয়েটির রিলেশন
সিপ
স্ট্যাটাস দেখে তখন লাইক বাটনে চাপ দিয়ে।
কমেন্ট বক্সে গিয়ে থেমে থাকে।
খুব রাগ হয় তার নিজের উপর।
.
ভালোবাসা দিবস এলেই ছেলেটা কেমন চুপসে
যায়।
কারো সাথে আড্ডা দিতে পারেনা বন্ধুরা সবাই
তাদের জিএফ নিয়ে ব্যাস্ত।
.
কালো ছেলেটা রেললাইনে বসে থাকে
ফেসবুক
চালায়।
এবং টাইমলাইনে প্রেমিক - প্রেমিকাদের
লুলামি মার্কা স্ট্যাটাস
গুলো দেখে।
.
তারপর আবারো মুখে সিগারেট গুঁজে দেয়।
মধ্যবিত্ত কালো ছেলে গুলো খুব রাগী এবং খুব
অভিমান হয়ে থাকে।
.
খুব অল্পতেই অভিমান করে আবার খুব তাড়াতাড়ি
মিশেও যায়।
.
ছেলে গুলো সুন্দর না হলেও তাদের মন খুব
পবিত্র।
.
তারা ভাবে
এখন কার দিনের ভালোবাসা গুলি ও জানি
কেমন।
মেয়ে : এই তুমি মেয়ে টার প্রোফিকে লাইক
দিছো
কেন?
ছেলে : এই তুমি ছেলেটার পিকে কমেন্ট
করছো
কেন।।
ভালোবাসা গুলো লাইক কমেন্টের মতো হয়ে
গেছে।
.
এখনকার প্রেমিকাদের প্রধান খাদ্য আইস্ক্রিম
এবং
ফুচকা। আর প্রেমিকের প্রেমিকার ঠোটে কিস
দেওয়া ।
.
মায়ের তৈরি রান্না করা খাবার গুলো টেবিলে
পরে থাকে।
আজ নাকি ভালোবাসা দিবস ছেলের জন্য ভালো
কিছু রাঁধবো ।
মায়ের মনে কথা গুলো লুকিচুরি খেলে কিন্তু
ছেলের
দেখা নেই ছেলে প্রেমিকা নিয়ে ব্যাস্ত।
.
কিন্ত মধ্যবিত্ত কালো ছেলেগুলী ব্যাতিক্রম
তারা
ভালোবাসা দিবসের দিন পরিবারের সাথে
কাটাতে ভালোবাসে।
তাদের কাছে ভালোবাসা খেলা নয়

ভালোবাসা তাদের কাছে অনেক কিছু।
ভালোবাসা তাদের লিটনের ফ্ল্যাটে রাত
কাটানো শেখায় না।
ভালোবাসা তো এক অজানা অনুভুতি।