Thursday, 29 October 2015
Love
কষ্ট কষ্ট ও ভালবাসা
চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি
হবি যাদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাশ।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা
<><><><><><><><><><><><><><><><><>
দীর্ঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুঁয়ে
বিবর্ণ রাত্রি কাটে বিমূর্ত সময়
প্রার্থনা তোমার হারিয়ে যায় অন্ধকারে
স্তব্ধ এই বদ্ধঘরে অস্পষ্ট স্বরে
পারবে কি ভেঙে দিতে এই দেয়াল?
পারবে কি ছেড়ে যেতে এই বাঁধন?
ধূলোমাখা জানালার আলো ছাড়িয়ে
পারবে কি ফিরে যেতে আবার?
<><><><><><><><><><><><><><><><><>
আমি নোনা জলে সিক্ত ঠোটে
একচিলতে হাসি চাই,
আমি সমুদ্রতীরে গোধূলী লগ্নে
নগ্ন পায়ে হাটতে চাই।
আমি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে
চিৎকার করে বলতে চাই-
ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায়।
শুধু তোমার জন্য,
আমি আর একবার হাসতে চাই,
আর একবার প্রানখুলে বাচতে চাই,
আর একবার নিশ্বাস ভরা বুকে বলতে চাই
ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায়!
<><><><><><><><><><><><><><><><><>
প্রতীক্ষায় থেকো না আমার
আমি আসবো না, থাকলো কথার কবুতর
কখনো বাইষ্যা মাসে পেয়ে অবসর
নিতান্তই জানতে ইচ্ছে হলে আমার খবর
পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি,
পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে
কী কী ব্যথা এবং আর্দ্রতা
রেখেছে দখল করে আশৈশব আমার একালা,
আমি কতো একা,
কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়ে
বেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন।
<><><><><><><><><><><><><><><><><>
বড় আবেলায় পেলাম তোমায় এখনি কেন যাবে হারিয়ে?
কি করে বল রব একা? ফিরে দেখো এখনও আছি দাড়িয়ে।।
কেন হটাৎ তুমি এলে নয় কেন তবে পুরটা জুড়ে ?
আজ পেয়েও হারানো যায় না মানা
বাঁচার মানে টা যাবে হারিয়ে।
শুনছো কি তুমি আমায়?
<><><><><><><><><><><><><><><><><>
তোর জন্য আমি আর শিউলি ফুলের ডালা সাজাব না।
তোর জন্য আমি আর অপেক্ষা করব না।
কিন্তু তবুও...
শরতের ভোরে যখন শিউলি গাছটা ফুলে ফুলে সেজে থাকবে,
গাছতলাটা হবে শিউলি ফুলের বিছানা,
সবাই যখন স্বপ্নের রাজ্যে ঘুরতে ব্যস্ত থাকবে,
সেই কাকডাকা ভোরে আমি একা খালি পায়ে শিউলিতলায় যাব।
সবগুলো শিউলি কুড়িয়ে নিয়ে জলে ভাসাব আমি।
<><><><><><><><><><><><><><><><><>
তোমার ভালোবাসা আজ আর ছুঁয়ে যায় না আমায়.
কিন্তু তোমার ভালোবাসার সীমানা আজ ও পেরুতে পারিনি..
তোমার ভালোবাসার ছুঁয়ায় আজ আর হাসি ফোঁটায় না মুখে..
কিন্তু তোমার দুখগুলোও আজ আর আমায় কাঁদাতে পারে না..
তোমার ভালবাসার ভেলায় আজ আর ভাসতে পারি না...
তাই বলে কিন্তু ডুবতেও পারছি না...
তোমার কথাগুলো আজ আর মধুর সুর হয়ে কানে বাজে না...
তাই বলে কিন্তু আজ এ কানে অন্য কোনো সুর বাজে না..
তোমার ছোঁয়া আজ কোনো শিহরণের সৃষ্টি করে না..
তাই বলে কিন্তু আজ আর ওই মন শিহরিত হয় না..
চলে গিয়ে ও কেনো বার বার ফিরে আসও..
দুরে গিয়েও কেনো বার বার কাছে টান??
<><><><><><><><><><><><><><><><><>
মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে ...
এতটা miss করি তোমাকে ...
আবার সাথে সাথে যখন তোমার সাথে
কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,,
তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি.... I miss U
ম্লান চোখের ক্লান্ত দৃষ্টি দিয়ে ঠায় চেয়ে থাকি শুভ্র দেয়ালটার দিকে....
.হটাত'ই যেন দেয়ালটা স্বচ্ছ একটা কাচে পরিণত হতে চায়!
ওপাশে ঝাপসা ভাবে ভেসে উঠতে থাকে আমার অগন্তি ভাবনার ছায়াগুলো....
.অস্পষ্ট, অথচ কত তীব্র!
কেমন যেন একটা দুর্নিবার ব্যকুলতার ঢেউ বয়ে যায় আমার ভিতর...
ছায়াগুলোকে ছুয়ে দেখতে ইচ্ছে করে খুব!....
অধরা রয়ে যাবার আকাঙ্খা আমার জন্মগতই !...
.তাই হয়ত কেউই আমাকে ধরে রাখতে পারেনি কখনো ..
আমার মত আমার ভাবনারও অধরা!.
...আমি নিজেও কখনো পারিনি তাদের ধরে রাখতে বা বেধে রাখতে..
তারা শুধু সংগপনেই আসে আর যায়......
মাঝে মাঝে ঝির ঝির বৃষ্টি হয়ে ঝরে যায় আমার ভিতরটায়!
............................................ tamim obaid
<><><><><><><><><><><><><><><><><>
দেখিস ঠিকই মুছে যাবো,
তোর শত অনুযোগের মাঝে হাঁফ ছেড়ে,
তোর চোখের কোণে ফাঁকি দিকে,
নীল দেয়ালের ওপাশে ঠিকই হারিয়ে যাবো,
তুই শুধু নিশুতি রাত গভীর হলে,
নির্ঘুম চোখে কান্না আঁকার ক্লান্ত প্রতিশ্রতি নিয়ে জাগবি,
আমি ঠিকই হারিয়ে যাবো,
মুছে যাবো নীল আর লাল গুলিয়ে আবির ছুয়ে, কৃষ্ণচূড়ার ডালে,
তুই তখন আকুল হয়ে কাঁদবি
আর আমি ,
এইতো যাচ্ছি মুছে,
দেখিস ঠিকই মুছে যাবো তোর চোখের কোণে ,
হঠাৎ ফাঁকি দিয়ে।,
তুই ভীসন একলা রবি।
আমি সত্যিই মরে যাবো নিঃশ্চুপ অন্ধকারে,
যখন তুই ঘুমিয়ে রবি।
..................................রুদ্র রাফি
<><><><><><><><><><><><><><><><><>নির্ঘুম চোখে কান্না আঁকার ক্লান্ত প্রতিশ্রতি নিয়ে জাগবি,
আমি ঠিকই হারিয়ে যাবো,
মুছে যাবো নীল আর লাল গুলিয়ে আবির ছুয়ে, কৃষ্ণচূড়ার ডালে,
তুই তখন আকুল হয়ে কাঁদবি
আর আমি ,
এইতো যাচ্ছি মুছে,
দেখিস ঠিকই মুছে যাবো তোর চোখের কোণে ,
হঠাৎ ফাঁকি দিয়ে।,
তুই ভীসন একলা রবি।
আমি সত্যিই মরে যাবো নিঃশ্চুপ অন্ধকারে,
যখন তুই ঘুমিয়ে রবি।
..................................রুদ্র রাফি
এমন কেন,
হয়তবা কোন একদিন ভোর হবেনা,
শুধু নিশুতি রাত থাকবে বেঁচে,
তোমার প্রতিটি হৃদকম্প বাঁচবে আমার বুকে জড়িয়ে,
হয়তবা কোন বিকেল হবেনা, সারাটা উদাস দুপুর কাঁটবে চুপচুপ,
ইন্দ্রানী সেনের গানগুলো শুনতে শুনতে এলিয়ে পড়ে বিছানায়,
ক্লান্ত দেহটাকে ছুঁয়ে দিয়ে।
অবসন্নতা তোমার চোখ থেকে নেমে ঠোঁট নাইবা ছুলো,
এ শহরের বাইরে কাটুক না এমনও হাজারো দুপুর,
তুমি আমি,
মুছে যাক বিকেল ঘুঘুর স্নিগ্ধ ডাকে।
তবুও এই শহরে বেঁচে থাকতে হয়,
অঙ্গিকার নামায় সই করে হেঁটে বেড়াতে হয় রাজপথে।
জানো এখানে সকাল, আছে বিকেল আছে,
শুধু নিশুতি রাত কিংবা ক্লান্ত দুপুর নেই,
সেসব মুছে গেছে সেই কবে, আমাদের চোখের অবসন্ন ঘুমের ভীড়ে,
দুচোখ বুজে।
......................................রুদ্র রাফি।
<><><><><><><><><><><><><><><><><>ইন্দ্রানী সেনের গানগুলো শুনতে শুনতে এলিয়ে পড়ে বিছানায়,
ক্লান্ত দেহটাকে ছুঁয়ে দিয়ে।
অবসন্নতা তোমার চোখ থেকে নেমে ঠোঁট নাইবা ছুলো,
এ শহরের বাইরে কাটুক না এমনও হাজারো দুপুর,
তুমি আমি,
মুছে যাক বিকেল ঘুঘুর স্নিগ্ধ ডাকে।
তবুও এই শহরে বেঁচে থাকতে হয়,
অঙ্গিকার নামায় সই করে হেঁটে বেড়াতে হয় রাজপথে।
জানো এখানে সকাল, আছে বিকেল আছে,
শুধু নিশুতি রাত কিংবা ক্লান্ত দুপুর নেই,
সেসব মুছে গেছে সেই কবে, আমাদের চোখের অবসন্ন ঘুমের ভীড়ে,
দুচোখ বুজে।
......................................রুদ্র রাফি।
চোখের কোণে জমা পানি যদিবা না গড়িয়ে শুখায় অগোচরে,
আমি তবু বুঝবো তোমার মন খারাপ,বড্ড মন খারাপ
তুমি আমিযে আটতে নিশ্চুপ দুপুরের তন্দ্রাবিলাসের মায়াতে
....................রুদ্র রাফি
<><><><><><><><><><><><><><><><><>
"আমি তোমাকে ভালোবাসি" কথাটা খুব হালকা নয়।
কিছুদিন চোখে চোখ রেখে, হাত ধরে, স্বপ্ন দেখেই বলে ফেলা যায়না - আমি তোমাকে ভালোবাসি।
প্রথম ভালো লাগা, প্রথম দেখা, প্রথম স্পর্শ
এসব ভালোবাসার দিকে চলে যাওয়া বিভিন্ন রাস্তা ছাড়া আর কিছুই নয়।
একদিন সব রাস্তা মিলে গেলো, যোগ হলে একখানে।
সেইখানে দাঁড়িয়ে যদি কাউকে বলা হয়- আমি তোমাকে ভালোবাসি।
ঐ ভালোবাসা ফেরানোর শক্তি কোন মানুষের নেই।
এমনও হয়, কখনো খুব চেষ্টা করেও মুখ ফুটে বলতে যায় না ভালোবাসার কথা,
অথচ ভেতরে একটা পাখি প্রচন্ড অস্থিরতায় ছটফট করে।
এই পাখিটা কোন পাখি? এই পাখিটা মনপাখি।
একটা মনপাখি পোষার জন্য যথেষ্ট আকাশ আমাদের বুকে নেই, তাই এত কষ্ট।
............................. কায়া
<><><><><><><><><><><><><><><><><>
আমি জানি তুমি ফিরবেনা আর ধরবেনা এ হাত!!
তবু অপেক্ষায় থাকি, থাকতে ভাল লাগে।।
তুমি হয়তো জানো না,
কিছু পাবো না জেনেও অপেক্ষা করার মাঝে
অনেক আনন্দ আছে, আছে একটা স্বস্তি !!
কারন, অন্তত আর হারানোর ভয় থাকে না
সেই অপেক্ষার চিন্তার মাঝে !!
............................. কায়া
<><><><><><><><><><><><><><><><><>
''পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল মানুষের
মনের সত্যিকারের ভালবাসা অর্জন করা''
তাই কখনো যে মানুষটা আপনাকে তার সেই
বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালবাসাটা দিয়ে দিল-
তাকে কখনো অবহেলা করবেন না ।।
আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না।।
তখন তার মনের মৃত্যু হবে নিশ্চিত !!
মনে রাখবেন- আপনার চারপাশে ভালবাসার
অভাব নাও থাকতে পারে,তবে
সত্যিকারের ভালবাসার এই পৃথিবীতে বড়ই অভাব।
............................. কায়া
<><><><><><><><><><><><><><><><><>
একটি সম্পর্ক ভালোবাসা নামক কোন
শব্দের উপর ভিত্তি করে টিকে থাকে না।
সম্পর্ক টিকে থাকে দুটি মানুষের পরস্পরের প্রতি বিশ্বাস,
সম্মান, ভাল লাগা মন্দ লাগার উপর গুরুত্ব দেওয়া
এবং দুজনের এই সম্পর্কের প্রতি যত্নবান হওয়ার উপর।
যে সম্পর্কে এই ব্যপার গুলো নেই সে সম্পর্কে
থাকা ভালোবাসা নামক শব্দেরও কোন মূল্য নেই।।
............................. কায়া
<><><><><><><><><><><><><><><><><>
কিছু
মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না,
তবু তারা হারিয়ে যায়। কিছু
সম্পর্ক আমরা ধরে রাখতে চাই
,তবু সেসব সম্পর্ক আমাদের মুঠো গলে বের হয়ে
যায়।
আবার হুট করেই আমরা অনাকাংখিত ভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই।
কিছু সম্পর্ক হয় ক্ষণিকের,বাতাসের মতো এসে ছোঁয়া দিয়ে আবার
চলে যায়,পাখির পালকের মতো ফেলে যায় কিছু স্মৃতি।
কিছু মানুষকে কয়েক মুহুর্তেই প্রচন্ড আপন মনে হয়।কিছু সম্পর্ক দূর
আবার হুট করেই আমরা অনাকাংখিত ভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই।
কিছু সম্পর্ক হয় ক্ষণিকের,বাতাসের মতো এসে ছোঁয়া দিয়ে আবার
চলে যায়,পাখির পালকের মতো ফেলে যায় কিছু স্মৃতি।
কিছু মানুষকে কয়েক মুহুর্তেই প্রচন্ড আপন মনে হয়।কিছু সম্পর্ক দূর
থেকেই ভালো
লাগে,দূরত্বের সাথে ভালো লাগার সম্পর্ক হয় সমানুপাতিক।
কাছে আসলেই ভালো লাগা কমতে থাকে।
কাছে আসলেই ভালো লাগা কমতে থাকে।
কিছু সম্পর্ক হয় ছায়ার মতো,ধরতে গেলেই নেই।সম্পর্ক
গড়ে, সম্পর্ক ভাংগে, মানুষ আসে, মানুষ যায়,সময়ের সাথে মানুষ বদলায়,
গড়ে, সম্পর্ক ভাংগে, মানুষ আসে, মানুষ যায়,সময়ের সাথে মানুষ বদলায়,
সম্পর্কও বদলায়,আসলেই কি সব সম্পর্ক বদলায়?
সম্ভবত না.....
............................. কায়া<><><><><><><><><><><><><><><><><>
ভুল বুঝে দুরে থাকাটা একমাত্র সমাধান নয়,
ভুলের মাঝে লুকিয়ে থাকা অজানা
কথা গুলো উদ্ধার করাটাই মুখ্য বিষয় !
মানুষ মাত্রই ভুল করে।
প্রকৃত বুদ্ধিমান সেই যে ভুল থেকে
উত্তরণের পথ খুঁজে সমাধানের দ্বার প্রান্তে পৌঁছে।
............................. কায়া
<><><><><><><><><><><><><><><><><>
পৃথিবীর প্রতিটা মানুষই অভিনয় করে।
কেউ নিজের সাথে কেউ অন্যের সাথে।
কেউ নিজেকে হাসাতে আবার কেউ
অন্যকে হাসাতে। কেউ এই অভিনয় করে
নিজের দুঃখ লুকাতে যেয়ে অথবা নিজেকেই দুঃখ দেয়ার জন্য।
আবার কেউ অন্যের দুঃখ ঘুচাতে অথবা অন্যকে দুঃখ দিতে।
তবে অভিনয় সবাই আমরা করছি আর করব এটা ঠিক।
............................. কায়া
<><><><><><><><><><><><><><><><><>
আমরা মানুষরা নিজেই নিজেকে অসুখী মনে করি আর অসুখী করে ফেলি,
তার প্রথম আর প্রধান কারণ আমরা সর্বদা ব্যর্থতার হিসাব করি শুধু।
জীবনটাই যে মস্ত বড় পাওয়া এটা মৃত্যুর আগ মূহুর্ত ছাড়া
আমরা অধিকংশরাই বুঝতে পারি না।
............................. কায়া
<><><><><><><><><><><><><><><><><>
মাঝে মাঝে তোর হাত টা ধরতে ইচ্ছে করে।কিন্তু সাহস হয়না
মাঝে মাঝে তোর সাথে হাঁটতে ইচ্ছে করে,কিন্তু কখনই সময় হয়না।
মাঝে মাঝে তোর কবিতার সিক্ত নীলাম্বরী হতে ইচ্ছে করে,কিন্তু বলতে পারি না।
পারবোও না কখনো!
তুই তো জানিস,সেই ছোট্র বেলা থেকেই আমি বড্ড ভীতু।
তাই তুই সুযোগ দেওয়ার পরেও আমি পারিনি ইচ্ছে গুলো পূরন করতে।
সময় শুধুই ইচ্ছে গুলোকে চাপা দিয়ে রেখেছে সযত্নে,কিন্তু মুছে দিতে পারেনি মন থেকে!
তাই আমি প্রতীক্ষায় থাকি আবার কোন একসময়ে সেই সুযোগের.....
....................... মৃ ন্ম য়ী
<><><><><><><><><><><><><><><><><>
চেনা মুখগুলো রং পাল্টাচ্ছে...লাল থেকে নীল...নীল থেকে সবুজ..হলুদ..কমলা..আকাশী..বেগুনী...ধূষর!
হাজারো রঙে বদলে যাচ্ছে তারা!
পাল্টে যাওয়া মানুষ একজন নয়,,দলে দলে সবাই পাল্টাচ্ছে!
সাদা...কালো থেকে রঙিন হচ্ছে!
আমার কষ্ট হচ্ছে তাদের বদলে যাওয়া দেখতে....কারন ধীরে ধীরে তারা অপরিচিত হয়ে উঠছে আমার কাছে!
তবুও আমি মুগ্ধ হয়ে রঙের খেলা দেখছি!
মাঝে মাঝে কষ্টটাকেও উপভোগ করতে জানতে হয়!
....................... মৃ ন্ম য়ী
<><><><><><><><><><><><><><><><>
কারো কাছে গিয়ে বারবার শুনিয়ে
বিদায় বলার অর্থ এই না যে আমি চলে যাচ্ছি।
বারবার বিদায় বলার অর্থ হলো ,
"আমি যাচ্ছি তুমি পিছন থেকে হাতটা ধরে আমাকে থামিয়ে দিয়ো"
কেউ মনে কথা বুঝতে পেরে হাত ধরে কাছে টানে।
কিছু অভিমানী আছে যাদের মনের কথা মনে রয়ে যায়।
পিছ থেকে দাড়িয়ে দীর্ঘশ্বাস।
হাত টা বাড়িয়ে তার হাতটা ধরা হয় না
....................... মৃ ন্ম য়ী
<><><><><><><><><><><><><><><><>
সবার মাঝে কাউকে আলাদা করে বিশেষ কেউ বলে ভাবতে যাবেন না।
ভাবতে গেলেই দেখবেন সে আপনাকে সবার দলে রেখে ভাবছে।
আর এই কষ্ট টা আপনাকে কখনো ভালো থাকতে দিবে না। কখনো না
....................... মৃ ন্ম য়ী
<><><><><><><><><><><><><><><><>
"আমার প্রথম দেখা বৃষ্টির জলে,
ভাসিয়েছি ভেলা খেলার ছলে,
সেই জল গেছে মিশে কোন নদীতে
গেছে হারিয়ে কোন সাগরে......
মাঝিরে ও মাঝিরে, দেখেছো কি তুমি তারে??
নৌকো আমার ছেলেবেলার, রঙিন কাগজের....!"
<><><><><><><><><><><><><><>
প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে,
আজ তুমি যাকে হারাবে, কখনো না কখনো তার কাছেই
তোমার হারতে হবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে...
প্রকৃতি কাউকে কখনো ঠকায় না !!!
<><><><><><><><><><><><><><><>
যখন তোমাকে খুব মিস করি,,তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি..
জানি সেখানে তোমাকে দেখব না..
কিন্তূ এই ভেবে সান্তনা পাই যে,,দুজনে এক আকাশের নিচেইতো আছি..
<><><><><><><><><><><><><><><><><>
জীবনটা হল রেল লাইনের উপর দুজন হাত ধরে হাটার মত…
একজন হাত ছেড়ে দিলে অন্য জনের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে…!!!
যদি আপনি হাত ছেড়ে দেন??
তাহলে আপনি পরাজিত… !
আর যদি অন্যজন হাত ছেড়ে দেয়??
তাহলে আপনার বিশ্বাস পরাজিত…
<><><><><><><><><><><><><><><><>
পৃথিবীর শ্রেষ্ঠ পাগলামি হলো কাউকে ভালোবাসা,
কারণ ভালোবাসার আগে আমরা জানি
ভালোবাসাই প্রচুর পরিমান কষ্ট আছে,
তারপরও আমরা সেই
ভালোবাসার পিছে ছুটি,
আর জেনে শুনে কষ্টকে আপন করে নিই,
আর সেইটা হলো বড় পাগলামি............
<><><><><><><><><><><><><><><><><><>
আমি তোমার মধ্য রাতে—ডুকরে কাঁদার কারণ,
আমি তোমার 'সেই কথা' যা—কাউকে বলা বারণ!
আমি তোমার ভাগ্য রেখা—আমিই সেটার গণক,
আমি তোমার প্রতি ফোঁটা—অশ্রু জলের জনক!
<><><><><><><><><><><><><><><><><>
কে তুমি?
কেনো এতদিন পরে?
পেছনে ফিরে দেখো তুমি
অপ্রত্যাশিত অতিথি
চোখ ফেরালে বলো কেনো
ভয় পেয়েছো কি, নাকি অরতি?জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছো আমায়
নিরন্তর ছিলে আমারই ছায়ায়
তবে চোখ মেলাতে কি বিরোধ
ভুল করে একটাবার প্রাচীরটা ভেঙ্গে দেখো
জমে আছে কত কথা ভুল করে বলে দিও
জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা
ভালোবাসি কেনো যে তোমায়
হবেনা আর কখনও বোঝা
<><><><><><><><><><><><><><><><><>
*** তুমি চলে যাও***
তুমি চলে যাও উত্তর দিকে উত্তরহীন চোখে
আমি থেমে থাকি পথের প্রান্তে/ নিশ্চুপ নতমুখে..................
<><><><><><><><><><><><><><><><><>
***আসোনি ফিরে তুমি***
অপেক্ষা
করেছি নদীর মোহনায়
অপেক্ষা
করেছি রাত জাগা জোছনায়
গ্রীস্মের
প্রখরে , বরর্ষার অঝোরে ,
বসন্তের
অনেক ছোয়ায়,
কতো
প্রহর কেটে গেছে
ঢেকে
গেছে এই সূর্যটা
কতো
অভিমান শুকিয়ে
বয়ে
গেছে ঝড়ো হাওয়া,
আসোনি
ফিরে তুমি
এই
মনে......................
<><><><><><><><><><><><><><><><>
***আমাকে ছেড়ে চলে গেছো***
আমার জীবনের সবচেয়ে বড় সত্য
হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে গেছো
ভুলে গেছো,কখনো মনে করোনা আমায়
আর সবচেয়ে বড়মিথ্যে টুকু হলো
”আমি তোমাকে ভুলে গেছি
হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে গেছো
ভুলে গেছো,কখনো মনে করোনা আমায়
আর সবচেয়ে বড়মিথ্যে টুকু হলো
”আমি তোমাকে ভুলে গেছি
ভুলে গিয়ে সুখে আছি “
তুমি
কখন ও হয়ত আমার ভালবাসা
বুঝতে
পারবে না, হয়ত বুঝতেই
চাওনা,অথবা
যেদিন বুঝতে চাইবে
সে
দিন আমায় আর খুজে পাবেনা ।
<><><><><><><><><><><><><><><><>
***অদৃশ্য তোমাকে কি ছোয়া যায়?***
নিঝুম রাতের আকাশের দিকে
তাকিয়ে আমি
তোমাকেই ভাবতাম !
তারাদের কেন ভাবিনি,
তোমাকেই কেন ভেবেছি ??
তবু তেমনি আছে সবকিছু,
............................
তারারা আছে, বিষণ্ণ রাত আছে,
হঠাৎ কালো হওয়া আকাশ আছে,
তুমিহীন আমিও আছি,
অদৃশ্য তুমি আরো কাছে এসেছ আমার,
হাত বাড়ালেই চলে যাও দূরে!!
অদৃশ্য তোমাকে কি ছোয়া যায়?
তারাদের কেন ভাবিনি,
তোমাকেই কেন ভেবেছি ??
তবু তেমনি আছে সবকিছু,
............................
তারারা আছে, বিষণ্ণ রাত আছে,
হঠাৎ কালো হওয়া আকাশ আছে,
তুমিহীন আমিও আছি,
অদৃশ্য তুমি আরো কাছে এসেছ আমার,
হাত বাড়ালেই চলে যাও দূরে!!
অদৃশ্য তোমাকে কি ছোয়া যায়?
<><><><><><><><><><><><><><><><>
*** ফিরে আসার অপেক্ষায়***
তুমি
দৃষ্টি থেকে দূরে,মন থেকে নয়
তুমি আমার থেকে দূরে,ভাবনা থেকে নয়
আমি হাসি থেকে দূরে,কান্না থেকে নয়
তুমি আমার থেকে দূরে,ভাবনা থেকে নয়
আমি হাসি থেকে দূরে,কান্না থেকে নয়
আমি আমার
থেকে দূরে,তোমার থেকে
নয়
আমি এখোনো তোমার পাশে
আমি এখোনো তোমার পাশে
ছায়ার মত আছি এবং থাকব চিরদিন
তোমার ফিরে আসার
অপেক্ষায়................
<><><><><><><><><><><><><><><><><>
*** হারানো ভালবাসা***
পরাজিত আমি যেন,
নতুন আলোর দেখা পাই।
তোমাকে পাবো না জেনেও,
কেন এত স্বপ্ন ?
কেন এই বেঁছে থাকা ?
আমার ভালবাসা এখনও তোমাকে ভালবাসে বলে।
<><><><><><><><><><><><><><><><>
***সেদিন আমাকে পাবে না***
আসলেই আমাকে অনেক ভালবাসতো সেদিন তুমি আমাকে পেতে চাইবেআমার কাছে ছুঁটে আসতে চাইবে
আমাকে ভালবাসতে চাইবে।
কিন্তু তুমি সেদিন আমাকে পাবে না
আমাকে ভালবাসতে চাইবে।
কিন্তু তুমি সেদিন আমাকে পাবে না
কারণ সেদিন আমি তোমার
থেকে অনেক অনেক দূরে চলে যাবো
এতটা দূরে চলে যাবো যে আসতে চাইলেও
আর ফিরে আসতে পারবো না।
সেদিন তুমি আমাকে না পেয়ে ডুকরে কাঁদবে
থেকে অনেক অনেক দূরে চলে যাবো
এতটা দূরে চলে যাবো যে আসতে চাইলেও
আর ফিরে আসতে পারবো না।
সেদিন তুমি আমাকে না পেয়ে ডুকরে কাঁদবে
<><><><><><><><><><><><><><><><><>
*** হৃদয়ের ডায়েরী***
হাওয়া হয়ত মেঘবতীর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে তার নির্জন বারান্দা জ্যোৎস্নার জরি জরানো শরত শিশির ভাঙ্গা ভাঙ্গা মেঘেরা তার দিকে চেয়ে
বিমর্ষ আকাশ প্রদীপের কানে কানে বলে যাচ্ছে-
অতীতের ফেলে আসা স্মৃতিগুলোর কথা
<><><><><><><><><><><><><><><><>
****তাই আমি চলে যাচ্ছি ****
<><><><><><><><><><><><><><><>
***কখনোই সুখী হবে না***
তুমি সবসময় কেবল নিজেকে নিয়ে ভেবেছো,
নিজেকেই ভালোবেসে আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছো
তুমি হচ্ছো একটা কষ্টদায়ক পাথরের টুকরা,
যা দিয়ে আঘাত দিয়েছো প্রতিনিয়ত
তোমার যখন যার সাথে কথা বলতে ইচ্ছে হয়
তুমি তার সাথেই কথা বলো, কাছে টেনে নাও,
আবার যখন ভালো লাগে না তখন তাকে দূরে সরিয়ে দাও
তোমাকে সবাই এতো ভালোবাসে
তবুও নিজের অবস্থানে তুমি স্বার্থপর
মনে রেখো, মানুষকে দেয়া প্রতিটি কষ্ট তুমি অবশ্যই পাবে
কখনোই সুখী হবে না তুমি,কোনদিন. . .<><><><><><><><><><><><><><><><>
****কেউই তাদের খোঁজ করে না***
পৃথিবী
কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও
কারও আপন হতে পারে না , এদের হয়তো অনেক
বন্ধু বান্ধব থাকে কিন্তু হিসাব
মিলাতে গেলে দেখা যায় এরা বহিরাগত , এরা একাই
চলে , একাই ঘুরে, বেশি ভিড় এদের কখনই
ভালো লাগে না ,কাউকে আপন লাগলে তাদের
সাথে বাচ্চাদের মতো হয়ে যায় ...
এদের কেউই আপন ভাবে না , ভাবে যন্ত্রণা ,
এইভাবে কষ্ট পেয়ে পেয়ে এই ধরনের
মানুষগুলো নিরবে সরে যায় ,হারিয়ে যায় , কিন্তু
কেউই তাদের খোঁজ করে না ...
কারও আপন হতে পারে না , এদের হয়তো অনেক
বন্ধু বান্ধব থাকে কিন্তু হিসাব
মিলাতে গেলে দেখা যায় এরা বহিরাগত , এরা একাই
চলে , একাই ঘুরে, বেশি ভিড় এদের কখনই
ভালো লাগে না ,কাউকে আপন লাগলে তাদের
সাথে বাচ্চাদের মতো হয়ে যায় ...
এদের কেউই আপন ভাবে না , ভাবে যন্ত্রণা ,
এইভাবে কষ্ট পেয়ে পেয়ে এই ধরনের
মানুষগুলো নিরবে সরে যায় ,হারিয়ে যায় , কিন্তু
কেউই তাদের খোঁজ করে না ...
<><><><><><><><><><><><><><><><>
*** এই বেশ ভালো আছি***
অনেকটা পথ
হেঁটে এসেও হয়নি
হাঁটা তোমার পাশে.....
জানালাটায়
মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে.....।
তবুও
কারো প্রশ্নের জবাবে
ঠোঁটের কোণে নিষ্প্রাণ
হাসি ঝুলিয়ে বলি,
" এই বেশ ভালো আছি.....!"
হেঁটে এসেও হয়নি
হাঁটা তোমার পাশে.....
জানালাটায়
মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে.....।
তবুও
কারো প্রশ্নের জবাবে
ঠোঁটের কোণে নিষ্প্রাণ
হাসি ঝুলিয়ে বলি,
" এই বেশ ভালো আছি.....!"
<><><><><><><><><><><><><><><>
****অবুঝ হৃদয় তবুও ভালবেসে যায়****
আমার সারা আকাশ জুড়ে ছিলে তুমি
কিন্তু তোমার সারা আকাশে কোথাও ছিলাম না আমি
তবুও এই বিবাগী মন খুঁজেছে সারাক্ষণ
যদি মিলে দেখা অকারণ।
...
মেঘের মতো উড়েছি তোমার আকাশে
পাইনি একটুকু ঠাঁই
ভালোবাসা অন্ধ,
তখন ই বুঝলাম কারণ........... .
বোকা মন বুঝেইনি;
আকাশের বুকে কখন মেঘ দীর্ঘস্থায়ি হয়না...।।
অবুঝ হৃদয় তবুও ভালবেসে যায়. ..
<><><><><><><><><><><><><><><><>
***ভালোবাসার সম্পর্ক ভেঙ্গে যায় ****
যখন কোন একটি ভালোবাসার সম্পর্ক ভেঙ্গে যায় ,
তখন উভয় ব্যক্তি পরস্পরের বন্ধু হতে পারে না কারণ ,
সম্পর্ক ভেঙ্গে যাওয়ার ফলে তারা পরস্পর মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ।
আবার তারা শত্রুও হতে পারে না কারণ উভয় ব্যক্তি এক
সময় পরস্পরকে অনেক বেশী ভালোবাসতো ।
তখন তারা হয় একে অপরের সবচাইতে পরিচিত আগন্তু ।
<><><><><><><><><><><><><><><><>
***আমি আর ফিরবনা***
আমি চলে
গেলে কেউ খুঁজবেনা,কারো ভাঙ্গবেনা বুক
আমি ব্যাথা পেলে কেউ কাঁদবেনা, কেউ মুছবেনা চোখ ।
আমি একা একা কেঁদে কেঁদে সব ছেড়ে যাবো চলে,
কারো ডাকে আমি আর ফিরবনা ।
দিন যায় দিন গুনে কষ্টের জাল বুনে জানবেনা কেউ
কোন দিন
আমার স্বপ্ন গুলো হয়ে গেলো এলোমেলো,
জীবনটা বর্ণ বিহীন...
আমি ব্যাথা পেলে কেউ কাঁদবেনা, কেউ মুছবেনা চোখ ।
আমি একা একা কেঁদে কেঁদে সব ছেড়ে যাবো চলে,
কারো ডাকে আমি আর ফিরবনা ।
দিন যায় দিন গুনে কষ্টের জাল বুনে জানবেনা কেউ
কোন দিন
আমার স্বপ্ন গুলো হয়ে গেলো এলোমেলো,
জীবনটা বর্ণ বিহীন...
<><><><><><><><><><><><><><><>
***তোমার জন্য আমি কেঁদেছি****
চোখ থেকে ঝরে পরা অশ্রু গুলোই
যদি কান্না হয়
তবে আমি কাঁদিনি তোমার জন্য ।
সত্যিই বলছি সে কান্নার
পরিমাণ এত
নগণ্য যে তাঁকে কান্না বলে না ।
কিন্তু হৃদয়ের অদেখা চোখের
অশ্রু ফোঁটা গুলো যদি
কান্না হয় !
তবে আমি কেঁদেছি
তোমার জন্য আমি কেঁদেছি
অনেক কেঁদেছি ।
তোমার প্রতিটা রেখে যাওয়া
মুহূর্ত আমাকে কাঁদিয়েছে ,
প্রতিদিন আমাকে কাদাছে এক
হারানোর যন্ত্রণায়
<><><><><><><><><><><><><><><><>
***তোমার দেওয়া কষ্টগুলো****
তোমার দেওয়া কষ্টগুলো
যখন
আমার সুখ,তখন আমি আরও
কষ্ট পেতে চাই
তোমার ঝরানো অশ্রু গুলো
যখন আমার আনন্দ
তখন আমি আরও
আনন্দ পেতে চাই
যখন তোমার ভালোবাসা
আমার কাছে স্মৃতি
তখন স্মৃতি গুলোকে আমি
দীর্ঘায়িত করতে চাই
আমার সুখ,তখন আমি আরও
কষ্ট পেতে চাই
তোমার ঝরানো অশ্রু গুলো
যখন আমার আনন্দ
তখন আমি আরও
আনন্দ পেতে চাই
যখন তোমার ভালোবাসা
আমার কাছে স্মৃতি
তখন স্মৃতি গুলোকে আমি
দীর্ঘায়িত করতে চাই
<><><><><><><><><><><><><><><><>
****সেই তুমি আর নেই এখন আমার সাথে****
একটা সময়
ছিল যখন তোমার সাথে কথা বলার
জন্য রাত জাগতে হত, কিন্তু আমি পারতাম না জাগতে...
আর আজ আমার প্রতিটা রাত কাটে নির্ঘুম কিন্তু কথা বলার জন্য
জন্য রাত জাগতে হত, কিন্তু আমি পারতাম না জাগতে...
আর আজ আমার প্রতিটা রাত কাটে নির্ঘুম কিন্তু কথা বলার জন্য
সেই তুমি
আর নেই এখন আমার সাথে......
<><><><><><><><><><><><><><><><>
***কারো চোখের পানির কারণ হয়না****
কাউকে কথা
দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ
কিন্তু কঠিন হচ্ছে সেই
কথাটি ধরে রাখা ।
কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন
কথাটা আপনি রাখতে পারবেন কি না ।
মনে রাখবেন, নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে যদি শুরুতেই বলে দেন
যে আপনি নৌকা চালাতে পারেননা তাহলে হয়তো আপনার
ভুলে তাকে ডুবে মরতে হবেনা ।
তাই সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার
আগে বারবার ভাবুন তার সাথে জড়িত দায়িত্বগুলো পালন করতে পারবেন কিনা ।
সবসময় খেয়াল রাখবেন আপনার
ভুলটা কখনো যেন কারোর চোখের পানির
মাঝে বেঁচে না থাকে ।
কিন্তু কঠিন হচ্ছে সেই
কথাটি ধরে রাখা ।
কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন
কথাটা আপনি রাখতে পারবেন কি না ।
মনে রাখবেন, নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে যদি শুরুতেই বলে দেন
যে আপনি নৌকা চালাতে পারেননা তাহলে হয়তো আপনার
ভুলে তাকে ডুবে মরতে হবেনা ।
তাই সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার
আগে বারবার ভাবুন তার সাথে জড়িত দায়িত্বগুলো পালন করতে পারবেন কিনা ।
সবসময় খেয়াল রাখবেন আপনার
ভুলটা কখনো যেন কারোর চোখের পানির
মাঝে বেঁচে না থাকে ।
<><><><><><><><><><><><><><><><>
কেন এতো অবহেলা ?
ফিরে এসো… ফিরে
এসো…
সেই আগের মতো হয়ে…
<><><><><><><><><><><><><><><><>
***এখন আর আমার চোখে জল আসে না ****
অনেকেই বলে সময় নাকি সব ঠিক করে দেয়
তবে মনে হচ্ছে এই সময় আমাকে নতুন করে
বাঁচতে শিখিয়েছে ,
এই সময় আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে ,
আবার এই সময় হয়তো কোন এক দিন তুমি নামক সব কষ্টকে ভুলিয়ে দিবে ,,
সুখি করে দিবে আমাকে ,, তবে জানো আমার মনে হয়
পৃথিবীর প্রতিটা মানুষই তার সব কাজের
পেছনেই কিছু না কিছু স্বার্থ থাকে ,,
কিন্তু শুধু জানতে ইচ্ছা করে তুমি আমার সাথে কোন স্বার্থের কারনে এই ভালোবাসার অভিনয় করেছ ,, কি পেয়েছ ,, আর যা পেয়েছ তা হচ্ছে আমার ভালোবাসা ,
, এই সত্যি ভালোবাসা
টার জন্য তুমি মিথ্যে ভালোবাসার অভিনয় করলে ,, কি অদ্ভূত মানুষ তুমি ,, তুমি বোঝনি আমাকে,, তুমি বোঝনি জীবন থেকে কি হারালে ,,
কিন্তু এক দিন
হয়তো বোঝবে , ভাবছ সেদিন আবার ফিরে আসবে ,,ভুল ভাবছ কারন তোমার ফিরে আসার পথটা তুমিই নষ্ট করে দিয়েছ ,, আর এই সময় আমাকে ও পরিবর্তন করে দিয়েছে ,,, তুমি হয়তো ভুলে গেছ তোমার জন্য এখন আর আমার
চোখে জল আসে না ,,,
<><><><><><><><><><><><><><><><><>
***হৃদয়টা আজ ক্ষতবিক্ষত***
<><><><><><><><><><><><><><><><><><>
*** চলে যাও আমার জীবন থেকে***
<><><><><><><><><><><><><><><><>
***ভালবাসা তুমি বুঝতে পারনি কখনো****
জানি মাঝে মাঝে কষ্ট হয়...আমার
হৃদয়ের অকৃত্রিম
ভালবাসা তুমি বুঝতে পারনি কখনো..
<><><><><><><><><><><><><><><><>
***থাকবে শুধুই প্রতিক্ষা***
তোমার জন্য আমার আমার শেষ অনুরোধ
কখনো পারলে ভালবেসো
আমাকে নয় অন্য কাউকে
তবে তোমার মত করে নয়
আমার মত করে
যেখানে চাওয়া থাকবে না
থাকবে না কোনো প্রাপ্তি
থাকবে শুধুই প্রতিক্ষা
<><><><><><><><><><><><><><><><><>
**** কিছু কথা যা ছিল বলার***
কিছু কথা যা ছিল বলার
যদি কখনও মনে হয় আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তোমার কাছে,
আমাকে জানিয়ে দিও, আমি নিরবে তোমার জীবন থেকে সরে যাবো।
দ্বিতীয়বারকোন প্রশ্ন করবোনা,
কেন জানো ? কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম,
তোমার সব কথা রাখব আমার যতই কষ্ট হোক না কেন।
তোমার একটু সুখের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারবো।
তাতে যদি তুমি একটু সুখ পাও তোমার মুখের এক চিলতে হাসির
জন্য আমি প্রয়োজনে তাও করবো।
কিন্তু কখনও তোমার সুখের মাঝে কাঁটা হয়ে থাকবোনা।
কখনও তোমার দুশ্চিন্তারকারণ হবোনা।
সারা জীবন তোমাকে সুখে রাখতে চেয়েছিলাম,
আর এখন সুখে আছো সেটা দেখতে চাই তা তুমি যার সাথেই থাকনা কেন।
ঐ দূর থেকে তোমার হাসির শব্দ আমার সব কষ্টগুলোকে ভুলিয়ে দিবে,
কারণ আমি তো এটাই চেয়েছিলাম
<><><><><><><><><><><><><><><><><>
** কিছু স্মৃতি**
এই নিঝুম মেঘ-বৃষ্টিময়
আকাশের দিকে তাকালে
জীবনের এমন কিছু স্মৃতি মনে পরে
যেগুলোকে সাথে নিয়ে
বেঁচে থাকার স্বপ্ন দেখতাম।
কিন্তু আজ সেই স্মৃতি গুলোই
আমার কষ্টের জীবনের অতীত ।।।
<><><><><><><><><><><><><><><><><>
** যখন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে**
যখন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে,
তখন আমার
কেমন লেগেছে, বুঝাতে পারবো না।
যখন বলেছিলে, " আমি আরেকজনের
সাথে রিলেশানে জড়িয়ে গেছি, আর তোমার
সাথে থাকতে পারবো না...",
আমি বুঝাতে পারবো না, আমার মধ্যে কি হচ্ছিলো...
আমায় করা ওয়াদা যখন ভেঙ্গে দিয়েছিলে,
নিজেকে বিশ্বাস করাতে পারি নি
বার বার মনে হচ্ছিলো,
কেমন লেগেছে, বুঝাতে পারবো না।
যখন বলেছিলে, " আমি আরেকজনের
সাথে রিলেশানে জড়িয়ে গেছি, আর তোমার
সাথে থাকতে পারবো না...",
আমি বুঝাতে পারবো না, আমার মধ্যে কি হচ্ছিলো...
আমায় করা ওয়াদা যখন ভেঙ্গে দিয়েছিলে,
নিজেকে বিশ্বাস করাতে পারি নি
বার বার মনে হচ্ছিলো,
হয়ত তুমি আমার সাথে দুষ্টুমি করছ
কিন্তু না, তুমি সিরিয়াস ছিলে।
কিন্তু না, তুমি সিরিয়াস ছিলে।
একবার মনে হয়েছিল
সুইসাইড করি কিন্তু মনে হলো
জানো,যে আমাকে ভুলে অন্য কাউকে
ভালবাসতে পারলো ,আমি মরে গেলে
সে মনেও রাখবে না
তাই তো আমি
সুইসাইড করতে গিয়েও শেষ মুহূর্তে ফিরে এসেছি...!!!
<><><><><><><><><><><><><><><><><>
** নিঃসঙ্গতা**
আমার নিঃসঙ্গতা হটাত
আমায় জানান দিয়ে গেলো,
যে আমি আসলে কতটা নিঃসঙ্গ ।
এই ভয়াবহ সত্যটা এড়ানোর জন্য আমার দলবদ্ধ
ভাবে অংসগ্রহনের প্রয়াসগুলো যে আসলে ভয়াবহ রকমের মেকী তা
সত্যিই আমার সীমাবদ্ধতার বাহিরে ছিল।
না এর জন্য আমি দুঃখিত নই ।
হতাশও নই......... আমি শুধুই নিঃসঙ্গ।
<><><><><><><><><><><><><><><><>
**ভেবনা আমি কাঁদছি **
যদি বৃষ্টির জল চোখ ছুয়ে যায়
ভেবনা আমি কাঁদছি
ফিরে আসবেনা জেনেও মিথ্যে আশায় বুক বাঁধছি!
হতে পারে কান্না অথবা শুধুই বৃষ্টি জল
হয়ত সেটা মনের হাজার অনুভুতির যোগফল!
কে বা দেখে মনের ব্যাথা আর কে ই বা শোনে কথা
হাজার কথা গুমরে ফেরে শুধুই নীরবতা!!
<><><><><><><><><><><><><><><><><>
**তবে আর সপ্ন দেখবনা**
সপ্ন যদি ভেঙে যাওয়ার জন্যই হয়ে থাকে
তবে আর সপ্ন দেখবনা।
সপ্নকে আড়ি দিয়ে পা বাড়াবো বাস্তবতার পানে।
ভয় ছিল তোমাকে হারানোর,
সেটাকে তুমি সত্যিতে পরিণত করলে।
এখন আর কোন কিছু হারানোর ভয় নেই,
আমার আর কোন দুর্বলতা নেই।
কোন কিছুতেই আর ভেঙে পরবো না।
আমার গন্তব্য এখন আর তোমার দিকে নয়,
ইট পাথরের এই পৃথিবীতে ভাঙ্গা হৃদয়টা নিয়ে
বেঁচে থাকার বাসনাই এখন আমার একমাত্র গন্তব্য
<><><><><><><><><><><><><><><><>
**তুমি চলে গেছো তবু জীবন চলছে জীবনের মত**
তুমি চলে গেছো তবু জীবন চলছে জীবনের মত
মাঝে মাঝে খুব কষ্ট হয়
তোমাকে ছাড়া বাচঁতে
তবু বেঁচে আছি বাঁচার প্রয়োজনে
সত্যিকথা বলতে কি বেঁচে আছি
বেঁচে থাকতে হয় বলেই
বাকিটা জীবন তোমাকে
ভালবেসেই কাটিয়ে দিব ...
<><><><><><><><><><><><><><><><><>
**আমাকে ধরে কাঁদবে**
না জানি কবে সে সময়আসবে
আমাকে ধরে কাঁদবে.....
দুঃখের পেছনে যত সুখ আছে. . .
একদিন রঙ দেখাবে. . .
<><><><><><><><><><><><><><><><>
**সত্যিই ভালো আছি **
একটা সময় ছিল আমি কষ্ট সইতে পারতাম না,
একটা সময় ছিল আমি তোমার কাছ থেকেঅনেক ভালবাসা আশা করতাম ,
একটা সময় ছিল তোমার জন্য আমি অনেক কান্না করতাম,
কিন্তু আমি তোমাকে ছাড়া সত্যিই ভালো আছি
<><><><><><><><><><><><><><><><>
আকাশ কেন কাদে জানো ?
তুমি কি কখনও দূরের ওই নীল আকাশকে দেখেছো?
দেখেছো কি আগ্রহ তার মাটির সাথে মিলনের!!
তুমি কি কখনও আকাশের কান্না দেখেছো?
আকাশ কেন কাদে জানো ?
যেনো দূর থেকে মাটির একটু ছোয়া পায় সেই কারণে !!
একটু খানি ছোয়া পেতে আকাশ কেদেও সুখ খুজে নেয় ,
তাহলে আমি কেন পারবো না তোমাকে ভালবেসে
সারাজীবন কেদে কাটাতে !!!!!
...................................ভাবনা
<><><><><><><><><><><><><><><><><>
**হারাতে হয় স্বপ্নগুলোকে**
ভাললাগার আর ভালথাকার
দিনগুলো কেন যেন দীর্ঘ হয়না !!!
জীবন এমন একটা জায়গায় দাড় করিয়ে দেয়
ভাললাগাটা ধরে রাখতে গেলে
হারাতে হয় জীবনের বাস্তবতা !!!
আর বাস্তবতা মেনে নিলে
হারাতে হয় স্বপ্নগুলোকে !!!!
.........................ভাবনা
Subscribe to:
Posts (Atom)